| |
               

মূল পাতা আন্তর্জাতিক শুধুমাত্র মুসলিম হওয়ায় নিউয়র্কে হামলার শিকার ৫৫ বছর বয়সী এক নারী


শুধুমাত্র মুসলিম হওয়ায় নিউয়র্কে হামলার শিকার ৫৫ বছর বয়সী এক নারী


শেখ আশরাফুল ইসলাম     22 June, 2025     03:07 PM    


শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে আমেরিকার নিউয়র্কে হামলার শিকার হলেন এক ৫৫ বছর বয়সী এক মহিলা। 

গত বুধবার (১৮ জুন) ভোরে নিউইয়র্ক নগরের কুইন্স এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আমেরিকার সংবাদমাধ্যম ডেইলি নিউজ।

সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, ভূক্তভোগী ওই মুসলিম নারী যখন সাবওয়েতে ট্রেনে ওঠার সময় ৪ বছর বয়সী নাভেদ দুরানি নামের এক হামলাকারী তার কাছে এসে প্রথমে জানতে চান সেই মহিলা মুসলিম কিনা। তিনি জিজ্ঞেস করেন, “তুমি কি মুসলিম?”।

হামলার শিকার ওই মুসলিম নারী বলেন, হামলাকারী জানতে চাইলেন আমি কোথা থেকে এসেছি এবং আমি মুসলিম কিনা! আমি হ্যাঁ বলতেই ওই ব্যক্তি আমার হামলা করেন। লাথি–ঘুষি মারতে শুরু করেন। আমি তাকে থামতে বলেছিলাম। কিন্তু সে আমার কথা শুনেনি। এই মর্মান্তিক অভিজ্ঞতা এবং ওই হামলাকারীর মুখ আমি কখনোই ভুলতে পারব না।  

ডেইলি নিউজের সেই প্রতিবেদনে বলা হয়, ট্রেনের দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই শুরু হয় হামলা। সেটা চলতে থাকে পরবর্তী স্টেশনে পৌঁছানো পর্যন্ত। হামলার শিকার সেই মুসলিম নারী ব্যাপকভাবে আহত হয়েছেন। মাথায় ফেটে গেছে একং নাক ভেঙ্গে গেছে। শরীরের বিভিন্ন স্থানেও বেশ জখম হয়েছে। 

এ ঘটনায় ওই নারীর চিকিৎসার জন্য “গো ফান্ড মি” নামে একটি ফেসবুক পেজ তৈরি করা হয়েছে।

নিউইয়র্ক নগর পুলিশ বিভাগ সেই হামলাকারীকে দুইজন নারীর সহযোগীতায় গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বলে জনা গেছে।

সূত্র : ডেইলি নিউজ